ব্যাকবেঞ্চারই নেতৃত্ব দিবেন ব্রিটিশ বিরুধীদল লেবার পার্টি!
প্রতিবেদকঃ এস এ সবুজ, প্যারিস।
Jeremy Corbyn - End Austerity Now - June 20th 2015
২০১০ সালের সাধারণ নির্বাচনে গরডন ব্রাউনের
নেতৃত্বে দলটির পরাজয়ের পর এড মিলিব্যান্ড দলের উপযুক্ত নেতা হিসেবে নির্বাচিত হয়।
মিঃ মিলিব্যান্ডের নেতৃত্বেও ২০১৫ সালের নির্বাচনে লেবার পার্টি সরকার গঠন করতে
পারে নি। তাই ২০১৫ নির্বাচনে পরাজয়ের পর, যোগ্য কাউকে নেতৃত্ব দেয়ার আহ্বান জানিয়ে
মিঃ মিলিব্যান্ড দায়িত্ব থেকে পদত্যগ করেন।
এরপর থেকে, দলটি যোগ্য নেতা খুঁজতে
থাকে। নেতৃত্ব দেবার পদপ্রার্থী শুরুর দিকে অনেকেই ছিল, কিন্তু দলটি শুধুমাত্র ৪
জনকে বাছাই করেছে, এবং এই ৪ জন থেকে ১জন নির্বাচিত হবে দলের সদস্যদের ভোটের
মাদ্যমে।দলের নেতা হবার একমাত্র যোগ্যতা হচ্ছে পরবর্তী নির্বাচনে দলীয় সরকার গঠন
করা। এর জন্য প্রয়োজন শিক্ষা ও অভিজ্ঞতা। সাধারণত কোন উচ্চ শিক্ষিত মন্ত্রি বা শ্যডু
মন্ত্রই প্রতিযোগিতাই অংশগ্রহণ করেন।টনি ব্লেয়ার, গরডন ব্রাওন, এড মিলিব্যান্ডসহ
সকল নেতারাই নেতৃত্ব পর্যায়ে আসার পূর্বে কোন না কোন মন্ত্রনালয়ের সেক্রেটারি
ছিলেন। এবা্র ভিন্নরুপ দেখা যায় নেতৃত্ব পদপ্রার্থীদের মাঝে।
নতুন পদপ্রার্থী জেরেমি করবিন,
যিনি ১৯৮৩ সাল থেকে এমপি, কখনো কোন প্রকার সেক্রেটারি ছিলেন না, তিনি এবার
জনপ্রিয়তার শীর্ষে। এমনকি, জেরেমি করবিন কোন হাই-র্যঙ্কড বিশ্ববিদ্যালয়েও পরাশুনা
করেন নি। তার সাথে প্রতিযোগীতা করছেন কেম্ব্রিজ গ্র্যাজুয়েট স্বাস্থ্য বিষয়ক শেডো সেক্রেটারি
এন্ডি বার্নহাম, অক্সফোর্ড(পিপিই), হার্ভার্ড, এবং এলএসই গ্র্যাজুয়েট শেডো হোম সেক্রেটারি ইভেট কোপার,
কেম্ব্রিজ গ্র্যাজুয়েট শেডো মিনিস্টার ফর কেয়ার এন্ড ওল্ডাড় পিপল লিজ কেণ্ডাল।
এক্স-প্রাইম মিনিস্টার টনি
ব্লেয়ার, গরডন ব্রাউনসহ দলের সিনিয়র নেতারা বিরুধীতা করলেও, ইউনিয়ন ও সাধারণ
সদস্যদের সমর্থনে সবার চেয়ে এগিয়ে আছেন জেরেমি।
৬৬ বছর বয়স্ক এমপি জেরেমি করবিনের
জনপ্রিয়তার মূলে রয়েছে তার সমাজতান্ত্রিক আদর্শ। পাবলিক সার্ভিসের কেন্দ্রীয়করণের
মাদ্যমে সেবার মান উন্নত করা তার সমাজতন্ত্রের একটা অন্যতম পলিসি। জেরেমি কঠোরভাবে
যোদ্ধবিরুধিতা করেন, তাই টনি ব্লেয়ারসহ যারা মিডল-ইস্ট ক্রাইসিস এর মূল তাদের
বিচারের ব্যবস্থা করাও তার অন্যতম পলিসি।
এদিকে বাংলাদেশী বংশোদ্ভূত এমপিদের কারও সমর্থন পাননি জেরেমি
করবিন। রুশনারা আলি ও রূপা হক সমর্থন দিচ্ছে ইভেট কোপার, এবং বঙ্গবন্ধু-কন্যার মেয়ে টিউলিপ সিদ্দি্ক বেকিঙ দিচ্ছে
অ্যান্ডি বার্নহামকে।
কে হচ্ছে লেবার লিডার ও সম্ভাব্য ভবিষ্যৎ
ব্রিটিশ প্রাইম মিনিস্টা, তার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে শনিবার, ১২ সেপ্টেম্বর ২০১৫।



